Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২০

হাইড্রোকার্বন ইউনিটের কর্মকান্ড

 Oil and Gas Exploration & Developmen

 

  •  তৈল ও গ্যাসের মজুদ ও সম্ভাব্য উৎস নিরূপন ও হালনাগাদকরণ;
  • জ্বালানী সংক্রান্ত ডাটাবেস এর হালনাগাদকরণ ও সম্প্রসারণ;
  • উৎপাদন বন্টন চুক্তি এবং যৌথ উদ্যোগ চুক্তি বিষয়ে মতামত প্রদান;
  • জ্বালানীর অভ্যন্তরীণ ও আঞ্চলিক বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ;
  • তৈল ও গ্যাসের অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদন এর পরিকল্পনা ও পর্যালোচনা;
  • জ্বালানী খাতের সংস্কার বিষয়ে সুপারিশকরণ এবং কার্যক্রমে অংশগ্রহণ;
  • বেসরকারী খাতের সহিত যোগাযোগ করাসহ আগ্রহী উদ্যোক্তাদের সহায়তা প্রদান;
  • আন্তর্জাতিক সহযোগিতা, চুক্তি ও সমঝোতায় অংশগ্রহণ;
  • গ্যাসের উৎপাদন ও ডিপ্লেশন পরিকল্পনা প্রণয়ন;
  • গ্যাস ও কয়লা উৎপাদনের মাসিক প্রতিবেদন প্রণয়ন;
  • গ্যাস উৎপাদন, বিতরণ ও কনজাম্পশন এর বার্ষিক প্রতিবেদন প্রণয়ন;
  • বাংলাদেশ এনার্জি সিনারিও এর বার্ষিক প্রতিবেদন প্রণয়ন;
  • প্রাকৃতিক গ্যাসের চাহিদা নিরূপণ ও বাজার বিশ্লেষণ;
  • সিস্টেম গেইন সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন;
  • এনার্জি Economics প্রতিবেদন প্রণয়ন ।

Petroleum Refining & Marketing

 

  • পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত  নীতিমালা প্রণয়নে সহায়তা প্রদান;
  • পেট্রোলিয়াম পরিশোধন, সংরক্ষণ ও বিপণন কার্যাদি পর্যালোচনা ও পরিবীক্ষণ;
  • পেট্রোলিয়ামজাত পদার্থের বাৎসরিক চাহিদা নিরূপন, সংগ্রহ, পরিকল্পনা প্রভৃতি কর্মকান্ডের পর্যালোচনাসহ পরিবীক্ষণ কর্মকান্ডে সহায়তা প্রদান;  

Mining

 

  • মাইনিং সংক্রান্ত প্রস্তাবের উপর মতামত প্রদানসহ পরামর্শ প্রদান;
  • কয়লাসহ অন্যান্য খনিজ সম্পদ আহরণ ও উন্নয়নসহ পরিকল্পনা, ব্যবস্থাপনা, আইন-কানুন এবং নীতিমালা প্রভৃতি বিষয়ে সার্বিক সহায়তা প্রদান;
  • বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদের ম্যাপিং ;
  • জ্বালানি ও  খনিজ সম্পদ বিভাগ কর্তৃক প্রণীত আইন, বিধি ও নীতিমালার সংকলন ;
  • জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থার টেলিফোন নির্দেশিকা প্রণয়ন ;
  • জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের কারিগরি সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন;
  • জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক অর্পিত অন্য যে কোন দায়িত্ব পালন।